আগে শবে বরাতে বের হতাম। হেঁটে ক্লান্ত হতাম। মসজিদে মসজিদে ঘুরে বেড়াতাম। হাতে গোনা অল্প কয়েকজন বন্ধু থাকত। যাদের পছন্দ করতাম তারা না থাকলে অভাব অনুভব করতাম। সে অভাব আমার আনন্দ নষ্ট করত।... show moreআগে শবে বরাতে বের হতাম। হেঁটে ক্লান্ত হতাম। মসজিদে মসজিদে ঘুরে বেড়াতাম। হাতে গোনা অল্প কয়েকজন বন্ধু থাকত। যাদের পছন্দ করতাম তারা না থাকলে অভাব অনুভব করতাম। সে অভাব আমার আনন্দ নষ্ট করত। আমি কখনও একা সুখী হতে চাইতাম না। এখনও চাই না। তাই সকল ভাললাগার সময়গুলোতে আমি আমার কাছের বন্ধু দের কাছে আশা করতাম। এখন আর তেমন করিনা। আজ আর কিছুদিন আগে থেকে শবে বরাত পালনে পূর্ববর্তী কোন পরিকল্পনা থাকেনা। আমি আর আমি নেই!