যাকে ছোটবেলায় অনেক ভয় পেতাম। কিন্তু তাঁর হাতের রান্না অনেক পছন্দ ছিল। খালার বাসায় গেলে রোদে দেয়া তেঁতুলের প্রতি তীব্র আকর্ষণ কাজ করত। শুধু লোলুপ দৃষ্টিতে বোতল গুলোর দিকে তাকিয়ে থাকতা... show moreযাকে ছোটবেলায় অনেক ভয় পেতাম। কিন্তু তাঁর হাতের রান্না অনেক পছন্দ ছিল। খালার বাসায় গেলে রোদে দেয়া তেঁতুলের প্রতি তীব্র আকর্ষণ কাজ করত। শুধু লোলুপ দৃষ্টিতে বোতল গুলোর দিকে তাকিয়ে থাকতাম। এ ঘটনা জেবা আপুর নজরে পড়ত। সে খালার বকাবকির কথা ভাবত না। আমাকে ডেকে নিয়ে সাফি ভাইয়ার পড়ার ঘরে পিরিচে করে কিছুটা তেঁতুলের আচার দিত। আমি আর সোনিয়া বসে বসে খেতাম। আর আমি সাফি ভাইয়ার খেলনা এরোপ্লেনটার দিকে তাকিয়ে থাকতাম। মাঝে মাঝে ভেবে অবাক হই, আমি এসব স্মৃতি কীভাবে এখনও মনে রেখেছি॥ সম্ভবত এগুলো আমার অতি প্রিয় কিছু সময় ছিল।